Editors Choice

3/recent/post-list

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ


দুবাইয়ে যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে দুর্দান্তভাবে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে দেয়া ১১৭ রানের লক্ষ্য মাত্র ২২ ওভার ১ বলেই অতিক্রম করেছে বাংলাদেশ।

শুক্রবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানে অলআউট করা হয়।

পাকিস্তানের অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু শুরুতেই বিপদে পড়েন তারা। মারুফ মৃধা প্রথম ওভারেই পাকিস্তানকে চমক দিয়ে দেন। প্রথমে দলীয় ২ রানে ওপেনার উসমান খানকে (০) আউট করেন, এরপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও ০ রানে ফেরান এই পেসার।

পাকিস্তানের জন্য অধিনায়ক সাদ বাইগ এবং মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের আউট করেন ইকবাল হোসেন ইমন। পাকিস্তান ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দুরবস্থায় পড়ে যায়। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন এবং মারুফ মৃধা ২৩ রানে ২ উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় যুব টাইগাররা ধীরে শুরু করলেও পরে স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেন। গ্রুপপর্বে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করা তামিম মাত্র ৩৯ বলেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। এর মাধ্যমে বাংলাদেশ ২২.১ ওভারেই জয় লাভ করে।

এতসব দাপটের পর, বাংলাদেশের যুব দল নিশ্চিত করেছে তাদের স্থান ফাইনালে, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।

Post a Comment

1 Comments

  1. অভিনন্দন বাংলাদেশ দলকে তাদের এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য!!!!

    ReplyDelete